Header Ads

Header ADS

Love You Baba


 বাবাকে নিয়ে নিজ থেকে কিছু লিখলাম।যদিও বাবা-মার সম্পর্কে  লিখে শেষ করার মতো না" তবুও লিখলাম,,,, 


” বাবা শুধু একজন মানুষ নন,শুধু

 একটি সম্পর্কের নাম নয়।

বাবার মাঝে জড়িয়ে আছে

বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।”


” একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান,তার চুলপরিমাণ হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না।”

(“_”) আমি চির রিনি তোমার কাছে বাবা (“_”)


” বাবা এমন একজন

যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে

দিন- রাত  পরিশ্রম করে যান…

নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন ইনি… সবাই সেটার গুরুত্ব টা বুঝে না,,,,কিন্তু আমার রাজ্যে আমার বাবাই সেরা🥰


#একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে।

"আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে, যা খুব কম লোকই কাউকে দিতে পারে তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন।"

 

ছোট থেকে অনেক কিছু দেখতে দেখতে বড় হয়েছি।অনেক টাকা নষ্ট করেছি। কোনো ইচ্ছা অপরিপূর্ণ রাখেন নি বাবা,🥰 


"বর্তমানে বাবার কাছ থেকে এক টাকা নিলেও লজ্জা করে,কারণ এতো কষ্টের টাকা নিমিষেই খরচ করে ফেলি😪যদিও পড়ালেখার জন্য প্রয়জনীয় খরচের বাইরে, অতিরিক্ত কোন টাকা  খরচ করি না। 


🙂তবুও কষ্ট হয় অনেক, বাবার কাছ থেকে টাকা নিতে।অতিরিক্ত বারতি খরচ না করায় অনেকে অনেক কিছু ভাবে।(যেমন: টাকা খরচ করি না,রেস্টুরেন্ট/হোটেল এ খাই না,কোথাও ঘুরতে যাই না)।তাতে আমার কিছুই যায় আসে না।

কারন আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান🙂।। বেশি কিছু বলবো না, বলে শেষ করার মতো না"""


অবশেষে একটাই কথা। আমার জন্য দোয়া করবেন সবাই,আমি যেনো বাবা- মার ইচ্ছা পূরণ করতে পারি। এবং বাবা মাকে যেনো উনাদের প্রাপ্যটা  দিতে  পারি।❣️

No comments

Powered by Blogger.